রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটি সদরে ৪৬ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শেষ হয়েছে। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মেলায় কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে। মেলায় ৩০টি স্টল ছিল। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়”।
বুধবার রাঙামাটি সদর উপজেলা প্রশাসন হলরুমে দুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) নাসরীন সুলতানা।
প্রধান অতিথির বত্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) নাসরীন সুলতানা বলেন, বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য বিজ্ঞানমনষ্ক হয়ে উঠতে হবে। দেশকে বিশ্বের সামনে উপস্থাপনার জন্য শিশু কিশোরদের বিজ্ঞান ও প্রযুক্তির দিকে নিজেদের মেধাকে বিকশিত করতে হবে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোঃ মাহমুদ খান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার, উপজেলা ব্যানবেইস প্রোগ্রামার মোঃ সালাহ উদ্দিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
মেলায় অংশ নেওয়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের তৈরি প্রযুক্তি পণ্য প্রদর্শনী করেন। অংশগ্রহণকারী জুনিয়র ও সিনিয়র গ্রুপের মাঝে স্টল, অলিম্পিয়াড ও কুইজের ওপর পুরস্কার প্রদান করা হয়।