1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আড়াই বছর আগে দেশ পুনর্গঠনের কথা বলেছে বিএনপি : তারেক রহমান শহীদ আবু সাঈদকে স্মরণ রাখবে বিএনপি -আমিনুল হক অক্সিজেন ব্যাংক অব বাংলাদেশ কর্তৃক আয়োজিত “জলবায়ু অলিম্পিয়াড-২০২৫” ফ্যাসিবাদী স্বৈরাচার বিদেশে অর্থ পাচার করে দেশকে পুঙ্গ করে  দিয়েছে জামায়াত নেতা আজহারকে মুক্তি দিন, না হয় ৩ কোটি মানুষকে জেলে নিন- লক্ষ্মীপুরে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান মাহফুজ উল্লাহর কিছুই ছিল না,তার চিকিৎসার জন্য তার পরিবারকে বন্ধুদের কাছে হাত পাততে হয়েছে : মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুলনায় জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত “বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান,, নাগরপুরে বাইতুল হিকমাহ পাঠাগার কর্তৃক শীর্ষক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সমাজসেবায় অসামান্য অবদানের জন্য দুবাইতে এশিয়া আরব এক্সিলেন্স অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রখ্যাত সমাজকর্মী মোশাররফ হোসেন

রাঙামাটিতে ভিসি নিয়োগের দাবিতে সড়ক অবরোধ, ৭২ ঘন্টার আল্টিমেটাম

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৬৫ বার দেখা হয়েছে

বিজয় ধর, রাঙামাটি জেলা প্রতিনিধি: রাঙামাটিতে ভিসি নিয়োগের দাবিতে ২ ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ করেছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাঙামাটি শহরের বনরুপার চৌমুহনী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এবং ভিসি নিয়োগের দাবীতে বিভিন্ন স্লোগানও দিতে থাকে। এ সময় শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয়ের বাস সড়কে এলোপাতারি করে দিয়ে শিক্ষার্থীরা সড়কে বসে পড়েন।

এদিকে, রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) মো: রুহুল আমিন ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সাথে কথা বলে আগামী ৩ দিনের মধ্যে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগের আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) মো: রুহুল আমিন বলেন, তোমাদের কথা আমরা শিক্ষা মন্ত্রণালয়ে জানিয়েছি৷ তোমাদের দাবী মেনে নেয়া হয়েছে। ভিসি নিয়োগের ফাইল আজকে বিকেলে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবে। আশাকরি আগামী ২-৩ দিনের মধ্যে ভিসি নিয়োগ দেয়া হবে। এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার, উপজেলা নিবাহী অফিসার রিফাত আসমা, রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার মো: মারুফ আহমেদ, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো : শাহেদ উদ্দিন।
জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সকলের প্রচেষ্টায় আমরা এখানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছি। আপনারা যারা শিক্ষাথীরা আছেন নিয়মিত শিক্ষার পরিবেশ বজায় রেখে একটি দৃষ্টান্তমূলক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করছেন। তিনি বলেন, এখানে অতিরিক্ত জেলা প্রশাসক আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন আগামী তিনদিনের মধ্যে ভিসি নিয়োগ দেয়া হবে । দীপেন তালুকদার বলেন, আমি জেলা বিএনপির সভাপতি হিসেবে ঘোষণা দিছি বুধবারের মধ্যে যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে আগামী বৃহস্পতিবার রাঙামাটিতে সর্বাত্মক অবরোধ চলবে।
রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী মো জসিম উদ্দিন বলেন, প্রশাসন আমাদের কাছ থেকে আগামী বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত সময় নিয়েছেন। এরমধ্যে অর্থাৎ আগামী ৩ দিনের মধ্যে যদি ভিসি নিয়োগ না হয় তাহলে বৃহস্পতিবার রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে।
এদিকে, আন্দোলনরত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বলেন, বিগত ৫ মাাস ধরে বিশ্ববিদ্যালয়ে ভিসির পদটি শূন্য রয়েছে। আমাদের দাবী অবিলম্বে ভিসি নিয়োগ দিতে হবে।
এদিকে, শিক্ষার্থীদের ২ ঘন্টা ব্যাপী সড়ক অবরোধের কারণে রাঙামাটি শহরের লেকাল যানবাহন থেকে শুরু করে রাঙামাটি – চট্টগ্রাম সড়কের দূরপাল্লার বিভিন্ন বাসগুলোও আটকা পড়ে। এতে করে রাঙামাটির বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগষ্ট ছাত্র জনতার গণ অভূথানে সরকার পতনের পর ১৮ আগষ্ট রাঙামাটি বিজ্ঞানও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি পফেসর ড, সেলিনা আখতার ও প্রো ভিসি ড, কাঞ্চন চাকমা পদত্যাগ করেন। এরপর থেকে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই ২ টি পদ শূন্য রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com