বিজয় ধর, রাঙামাটি প্রতিনিধি : চাঁদাবাজিসহ সামাজিক নানা অপকর্মের অভিযোগে রাঙামাটি জেলা বিএনপি ও তিন সহযোগী সংগঠনের চার নেতাকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন,
জেলা বিএনপির সদস্য আনোয়ারুল আজিম (আজম),
রাঙামাটি পৌর তাতী দলের সভাপতি আলী আজগর বাদশা,
পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য অনতেষ দাশ,
জেলা কৃষকদলের ক্ষুদ্র ও সমবায় সম্পাদক সুমন চাকমা।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা দলীয় পরিচয় ব্যবহার করে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনসহ দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। এ কারণে তাদের সকল পদ-পদবি থেকে অব্যাহতি দিয়ে বহিষ্কার করা হলো।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ বলেন, “তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা রক্ষার্থে এ ধরনের পদক্ষেপ নিতে আমরা বাধ্য হয়েছি।”
এছাড়া, রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম শফিউল আজমকে আহবায়ক ও সহ সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মিন্টু ও সহ সাধারণ সম্পাদক নুরুজ্জামানকে সদস্য করা হয়েছে ।
একই সঙ্গে, তদন্ত কমিটিকে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।