বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : কিংবদন্তি ছড়াকার ও কবি সুকুমার বড়ুয়ার ৮৭তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন বক্তা গুণী এ ছড়াকারের জন্মদিনকে ‘জাতীয় ছড়া দিবস’ হিসেবে ঘোষণার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন। এছাড়াও তাঁকে রাষ্ট্রীয় স্বাধীনতা পুরস্কার প্রদানের দাবি জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুকুমার বড়ুয়া রচিত সাহিত্যে বাংলাদেশের মানুষের জীবনচিত্র, জীবন সংগ্রাম এবং আবহমান বাংলার প্রকৃতি নানা আঙ্গিকে জীবন্ত হয়ে উঠেছে।
গত ৫ জানুয়ারি রোববার রাজধানীর পুরানা পল্টনে ‘সাহিত্য সারথি বাংলাদেশ’ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খ্যাতিমান কবি ও কথাসাহিত্যিক সুজন বড়ুয়া। অতিথি ছিলেন প্রখ্যাত শিশুসাহিত্যিক আহমেদ জসিম, বাংলা একাডেমির পরিচালক কবি ড. তপন বাগচী, শিক্ষাবিদ-লেখক হরষিত বালা। কবি রমজান মাহমুদের উপস্থাপনায় সুকুমার বড়ুয়ার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন শিশুসাহিত্যিক হুমায়ুন কবির ঢালী, মালেক মাহমুদ, বাসু দেবনাথ, রশীদ এনাম, শিবুকান্তি দাশ, আদিগন্ত প্রকাশনের প্রধান কবি মোশতাক রায়হান ও মোহাম্মদ মামুন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।