1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নুর, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, কোষাধ্যক্ষ জুনায়েদ  সুস্থ সুন্দর সমাজ বিনির্মাণে খেলাধুলা অন্যতম একটি মাধ্যম : আমিনুল হক মনোহরদীতে ইমাম সম্মেলন অনুষ্ঠিত কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছিলেন জিয়াউর রহমান- আবু নাসের মোঃ রহমাতুল্লাহ দাউদকান্দি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বাছেদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ঠাকুরগাঁওয়ে পৌষ পার্বণের অনবদ্য আয়োজন মৃধাবাড়ি ও শনির আখড়া রোডের বেহাল দশা। রসুল সা এর মিরাজের উপহার। রাজধানীর পল্লবী ৫ নম্বর ওয়ার্ডে শীতার্ত মানুষের মাঝে স্বেচ্ছাসেবকদলের শীতবস্ত্র বিতরণ।। চিরস্থায়ী ঠিকানা কবরস্থানে সমাজসেবক তোফায়েল আহমেদ জুয়েল এর ব্যাতিক্রমধর্মী উদ্যোগ

রাজধানীর স্থানীয় হোটেলে অনুষ্ঠিত হলো জেসিআই বাংলাদেশ টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পারসনস (টয়োপ) পুরস্কার ২০২৩

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১১০ বার দেখা হয়েছে

স্থিতিশীল উন্নয়নের লক্ষে কাজ করে যাওয়া বাংলাদেশের অন্যতম জাতীয় যুব সংগঠন জেসিআই বাংলাদেশ ১৩ অক্টোবর, শুক্রবার আয়োজন করলো তাদের অনন্য সম্মাননা অনুষ্ঠান টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পারসনস (টয়োপ) পুরস্কার ২০২৩।

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল অনুর্ধ্ব ৪০ বছর বয়সী ১০ জন তরুণ-তরুণীদের নিজ নিজ কর্মক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছর ১০০ টি দেশে এই টয়োপ পুরস্কার আয়োজন করে থাকে। নেতৃত্ব গঠনের সুযোগ করে দেওয়ার মাধ্যমে তরুণদের ইতিবাচক পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই জেসিআই-এর মিশন। সেই মিশনের সাথে সামঞ্জস্য রেখে জেসিআই বাংলাদেশও প্রতি বছর টয়োপ পুরস্কার আয়োজন করে থাকে।

এ বছর একই উদ্দেশ্য নিয়ে টয়োপ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে রাজধানীর পাঁচ তারকা হোটেল শেরাটন ঢাকায়, যেখানে বাংলাদেশের ১০ জন তরুণ-তরুণীকে এ বছর নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান রাখার জন্য এক অনবদ্য অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা প্রদান করা হবে। এ বছরের পুরস্কার প্রাপ্তদের তালিকায় আছেন চিকিৎসা উদ্ভাবনে অসামান্য অবদানের জন্য ডাঃ সায়েদুল আশরাফ কুশল, উদ্যোক্তা ক্ষেত্রে অর্জনে ফারনাজ আলম, ব্যক্তিগত অর্জনে ইশতিয়াক আহমেদ,
একাডেমিক নেতৃত্বে মাহমুদুল হাসান সোহাগ, খেলাধুলায় মোঃ রোমান সানা,
সাংস্কৃতিক অর্জনে মেহজাবিন চৌধুরী, উদ্যোক্তা ক্ষেত্রে অর্জনে মীর শাহরুখ ইসলাম, অর্থনীতিতে সায়মা ইসলাম, ব্যক্তিগত অর্জনে সাইফুল ইসলাম এবং প্রযুক্তি ক্ষেত্রে সৈয়দ আব্দুল্লাহ জায়েদ।

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মোঃ তাজুল ইসলাম টয়োপ ২০২৩ এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশে কানাডার হাই কমিশনার লিলি নিকোলস এবং বাংলাদেশে ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার হাজী হ্যারিস বিন হাজী ওসমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের সভাপতি জিয়াউল হক ভূঁইয়া, টয়োপ ২০২৩ এর পরিচালক এবং জেসিআই বাংলাদেশের কোষাধ্যক্ষ ইরফান হক, জেসিআই বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন মামুন, জেসিআই বাংলাদেশ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নিয়াজ মোর্শেদ এলিট, জেসিআই বাংলাদেশের সহ-সভাপতি ইমরান কাদির, টয়োপ ২০২৩ এর আহ্বায়ক এবং জেসিআই বাংলাদেশ সভাপতির নির্বাহী সহকারী আব্দুল্লাহ সাফি, টয়োপ ২০২৩ এর সহ-আহ্বায়ক এবং জেসিআই বাংলাদেশের সহ-সভাপতি আরেফিন রাফি আহমেদ, আরিজ আফসার খান এবং মুহাম্মাদ আলতামিশ নাবিল।

উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্রতিবছর টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পার্সনস (জেসিআই টয়োপ) অ্যাওয়ার্ড শীর্ষক পুরস্কারের মাধ্যমে অসামান্য অর্জনের জন্য অনূর্ধ্ব ৪০ বছরের দশজন তরুণ-তরুণীদের সম্মাননা দিয়ে আসছে।

জেসিআই ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণ পেশাজীবী ও নেতৃত্ব স্থানীয়দের নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংগঠন। মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেইন্ট লুইসে এর সদর দফতর অবস্থিত। বর্তমানে ৪০টি স্থানীয় সংগঠন ও প্রায় ৫০০০ সদস্য নিয়ে জেসিআই বাংলাদেশ জাতীয় পর্যায়ে সমাজ ও সম্প্রদায়ের সেবায় কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com