1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জনগনের অধিকার প্রতিষ্ঠায় ঐকবদ্ধ থেকে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে – আমিনুল হক শহিদ বীরমুক্তিযোদ্ধা মুখলেস্থর রহমান এর কবরস্থান,শ্রদ্ধা নিবেদনের গণপূর্তের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাসের বিরুদ্ধে শত কোটি টাকা ভারতে পাচারের অভিযোগ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত *এই জালিয়াতি মানা যায় না* -মাতারবাড়ী আমদানি করা কয়লায় মাটি বাংলা ভাষার বিকৃতি ও রক্ষার উপায়: বাংলাদেশ, কলকাতা ও লন্ডনের প্রেক্ষাপট দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের ৪৫ বছর পূর্তি উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত লামা উপজেলায় সাংবাদিক ইউনিটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় বিএনপির আমাকে মনোনয়ন দিলে আমি নির্বাচন করবো ।। না দিলে করবো না দলীয় সিদ্ধান্ত চুড়ান্ত। —বেনজীর আহমেদ টিটো দরবার এ বেতাগী আস্তানা শরীফের পক্ষ থেকে কোরআনের পাখিদের ঈদের নতুন জামা বিতরণ

রাজশাহীর বানেস্বরে পেঁয়াজের বীজ কিনে প্রতারণার শিকার অর্ধশত কৃষক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৯ বার দেখা হয়েছে

মো: সাকিবুল ইসলাম স্বাধীন রাজশাহী : রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেস্বর বাজারে এক বীজ ব্যবসায়ীর কাছে দেশি পেঁয়াজের বীজ কিনে প্রতারণার শিকার হয়েছেন রাজশাহীর মোহনপুর উপজেলার প্রায় অর্ধশত কৃষক। এ নিয়ে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) এনামুল হক নামের এক কৃষক বাদি হয়ে পুঠিয়া থানায় এবং উপজেলা কৃষি অফিসে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বানেশ্বর বাজারে চাউল হাটাতে অবস্থিত আবির এন্টারপ্রাইজ (লাইসেন্স নং পাই-পুঠিয়া ০৮৬, খুরচা পুঠিয়া-৪৭৭) এর মালিক জুয়েল আহমেদ রাশেদ (জুয়েল) পিতা-মোঃ জালাল, গ্রাম-মৌগাছি,বানেশ্বর এর নিকট হইতে মোহনপুর উপজেলার হাটরা গ্রামের প্রায় ৫০ জন কৃষক ধাপে ধাপে বিভিন্ন সময়ে ১০-১২ কেজি করে প্রায় ৪০০ (চার শত) কেজি দেশি পেঁয়াজের বীজ ক্রয় করিলে প্রথম চালানের ২০০ কেজির মত বীজ ভাল চাষাবাদ হয় এবং পরের চালানের ২০০ কেজি পেঁয়াজের বীজে কোন ধরনের ফলন হয়নি। জমির কিছু কিছু অংশে চারা উঠলেও তা মারা যাচ্ছে। যে কারনে ক্ষতিগ্রস্থ কৃষকেরা এখন লোকসানের দুশ্চিন্তায় দিন পার করছেন।

অভিযোগকারী কৃষক এনামুল জানান, রাজশাহীর মোহনপুর উপজেলা পেঁয়াজ চাষের উপযোগী এলাকা। বানেস্বর বাজারের আবির এন্টারপ্রাইজ থেকে আমি প্রতি কেজি ৩ হাজার ৮০০ টাকা দরে ধাপে ধাপে প্রায় ৪০০ কেজি দেশি পেঁয়াজের বীজ ক্রয় করি। বীজ বিক্রির সময় ব্যবসায়ী জুয়েল শতভাগ নিশ্চিত করে দেশি পেঁয়াজের বীজ আমার কাছে বিক্রি করে। কিন্তু বপণের পর বুঝতে পারি বীজগুলো ভারতীয় কোনো কোম্পানির। বীজ ভালো অঙ্কুরিত হয়নি। জমিতে যতটুকু হয়েছিল তাও মারা যাচ্ছে। বিষয়টি বিক্রেতা জুয়েল’কে জানালে তিনি টালবাহানা করছেন। এমনকি এ বিষয়ে বেশি বাড়াবাড়ি না করারও হুমকি দিয়েছেন বীজ ব্যবসায়ী জুয়েল। অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানাচ্ছি।

রাব্বানী নামের এক কৃষক জানান, চাষাবাদ করে তাদের সংসার চলে। চাষের সময় ঋণসহ ধার দেনা করতে হয়। ফলন পাওয়ার পর সেই ধারদেনা শোধ করেন। কিন্তু এবার ঋণ শোধ করতে পারবেন না। কারণ পেঁয়াজ বীজে তারা প্রতারিত হয়েছেন।

এছাড়াও কৃষক রউফ,মনিরুল, সবুরআলীসহ আরো অনেকে জানান, দুই নম্বর পেঁয়াজ বীজ কিনে তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ফলে এ মৌসুম তাদের অভাব অনটনে পার করতে হচ্ছে। প্রতারণার বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

এ বিষয়ে অভিযুক্ত বীজ ব্যবসায়ী জুয়েল এর মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তা বন্ধ পাওয়া যায়। ব্যবসা প্রতিষ্ঠানে গিয়েও তার সন্ধান মেলেনি

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন এ বিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হননি তবে থানায় আসেন সাক্ষাতে কথা বলবো বলে তিনি প্রতিবেদককে জানান।

পুঠিয়া উপজেলা কৃষি অফিসার স্মৃতি রানী বলেন, অভিযোগের বিষয়টা জানি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরোও বলেন, ভেজাল সার, বীজ ও কীটনাশকের বিরুদ্ধে প্রতিদিনই অভিযান চলছে। এরইমধ্যে অনেক ব্যবসায়ীকে সতর্ক করাসহ জরিমানাও করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com