বঙ্গনিউজবিডি ডেস্ক: সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে দাবিতে মশাল মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদল। বুধবার সন্ধ্যায় নগরীর তালাইমারী এলাকায় এ মিছিল করেন তারা।
শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পযর্ন্ত আমরা রাজপথ ছাড়বো না। এই সরকারের পদত্যাগের পতন ঘটিয়েই আমরা ঘরে ফিরবো।
মিছিলে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুদ্দিন চৌধুরী সানিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।