বঙ্গনিউজবিডি ডেস্ক : ড. রেজা কিবরিয়াকে ইমপিচমেন্ট (অভিশংসন) করা হয়েছে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে গণঅধিকার পরিষদ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণঅধিকার পরিষদের জরুরি সভায় দলের দুই-তৃতীয়াংশ সদস্যের ((নুরপন্থিদের) মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শনিবার বেলা ১১টায় কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সভা করে গণঅধিকার পরিষদ। কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
তবে ড. রেজা কিবরিয়া পূর্বঘোষিত জরুরি এই সভায় অংশ নেননি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, বিশৃঙ্খলা এড়াতে এবং নেতাকর্মীদের নিরাপত্তার কথা ভেবে জরুরি সভায় তিনি অংশ নেননি। তবে কোরাম পূর্ণ হলে গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় সভা শেষ করার আহ্বান জানান ড. রেজা কিবরিয়া।