বঙ্গনিউজবিডি ডেস্ক: করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী রোববার ও মঙ্গলবার ব্যাংক বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর আগের নিয়মে সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে আড়াইটা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে।
মঙ্গলবার (২৭ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ এক সার্কুলারে এ নির্দেশনা জারি করে। তবে আগামী সপ্তাহে রোববার ও মঙ্গলবার এই দু’দিন ব্যাংক বন্ধ থাকলেও প্রতি সপ্তাহে রোব-মঙ্গলবার ব্যাংক বন্ধ থাকবে কিনা সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।
জানা গেছে, চলমান কঠোর লকডাউনের মেয়াদ ৫ আগস্টের পর সরকার কী সিদ্ধান্ত নেয়, তার ওপর ভিত্তি করে ব্যবস্থা নেবে ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।
ব্যাংক বন্ধ থাকলে এই দুই দিন বন্ধ থাকবে পুঁজিবাজারের লেনদেনও।
গত ১ জুলাই মানুষের চলাচলের বিধিনিষেধ দিয়ে শাটডাউন শুরুর পর দুটি রোববার ব্যাংক বন্ধ থাকলেও ঈদের ছুটি শেষে ২৩ জুলাই থেকে শুরু হওয়া শাটডাউনে রোববার ব্যাংক চালু রাখে।