বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান লকডাউন প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে থাল হাতে বিক্ষোভ করেছে ব্যবসায়ী ঐক্য পরিষদ।
বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ১১টায় সাহেব বাজার এলাকায় রাস্তার ওপরে তারা বিক্ষোভ কর্মসূচি শুরু করেন।
ব্যবসায়ী ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক ইয়াসিন আলী বলেন, টানা লকডাউনে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন। আমরা কর্মচারীদের বেতন দিতে পারছি না। বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে। গতকাল আমরা লকডাউনের প্রত্যাহারসহ আমাদের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছি।