জুনায়েদ আহম্মেদ,লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জে মিজানুর রহমান নামে এক প্রবাসীর জমি জোর করে দখলের চেষ্টার অভিযোগ ওঠেছে স্থানীয় ছাত্র সমন্বয়ক পরিচয়দানকারী শাহরিয়ার রাফিন ও তার পরিবারের বিরুদ্ধে। এর আগে ওই প্রবাসী লক্ষ্মীপুর আদালতে মামলা দায়ের করলেও প্রভাবশালীরা প্রবাসীর পুরো পরিবারকে নানাভাবে হয়রাণি করছে। সম্প্রতি প্রবাসীর পরিবার নারকেল গাছ থেকে ডাব আনতে গিয়ে ছাত্র সমন্বয়ক পরিচয়দানকারী রাফিন ও তার পরিবারের হাতে লাঞ্চিত হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এনিয়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর গ্রামের ফজল হক পাটোয়ারী বাড়িতে এঘটনা ঘটে।
প্রবাসীর ভাই জহির উদ্দিন পাটোয়ারী ও স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে প্রবাসী মিজানুর রহমানের সাথে একই বাড়ির ছফি উল্ল্যাহ, আবুল কালাম, গোলাম কিবরিয়াদের সাথে জমি নিয়ে বিরোধ চলছে। এনিয়ে লক্ষ্মীপুর জেলা জজ আদালতে মামলা দায়ের করা হলেও স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করা হয়। তবে মিজান প্রবাসে থাকার কারণে ছফি উল্ল্যাহ ও তার ভাইয়েরা জোর করে সালিশ প্রভাবিত করার চেষ্টা চালায় এবং তাদের সন্তান রাফিন নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে মিজানের গাছের ডাব পাড়তে বাধা দেয়। স্থানীয়রা বলছে, রাফিনের ভয়ে কেউ কথা বলতে চান না। ওই প্রবাসীর বসতঘর নির্মাণেও তারা বাধা দিয়েছে বলে জানান স্থানীয় একাধিক ব্যক্তি।
ছফি উল্ল্যাহ ও তার পরিবারের সদস্যরা জানান, জমি নিয়ে বিরোধ রয়েছে প্রবাসীর পরিবারের সাথে। তারা নিষেধ অমান্য করে ডাব পাড়তে গেলে বাকবিতন্ডা হয় বলে স্বীকার করেন তিনি।
এদিকে ছফি উল্ল্যাহ ও তার পরিবারের হুমকি ও হয়রাণি থেকে বাঁচতে চান প্রবাসী ও তার পরিবার।