বঙ্গনিউজবিডি ডেস্ক : লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৯২ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ২৪ জন শিশু এবং ৩৯ জন নারী রয়েছে। এ হামলায় আহত হয়েছে এক হাজার ৬০০ জনের বেশি মানুষ।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-জাজিরা এ খবর জানিয়েছে।
২০০৬ সালের ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধের পর সোমবারই (২৩ সেপ্টেম্বর) সবচেয়ে ভয়াবহ হামলার দিন দেখল লেবানন।
ইসরায়েল বলছে, হিজবুল্লাহর বিরুদ্ধে তারা হামলা বিস্তৃত করছে। দক্ষিণ লেবাননের বাসিন্দারা সরে যাওয়ার সতর্কবার্তা পেয়েছেন। তাদের হিজবুল্লাহ অধ্যুষিত এলাকা ছেড়ে যেতে বলা হয়েছে।
লেবাননের প্রধানমন্ত্রী ইসরায়েলের কর্মকাণ্ডকে বিধ্বংসী যুদ্ধ বলে আখ্যা দিয়েছেন। আর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলছেন, লক্ষ্য অর্জিত হওয়ার আগ পর্যন্ত হামলা চলবে। ইসরায়েল উত্তর সীমান্তের বাসিন্দাদের নিরাপদে বাড়িতে ফেরাতে চায়।
গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ও লেবাননের মধ্যে আন্তঃসীমান্ত হামলা বেড়েছে।
লেবাননে সম্প্রতি বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে চালানো হামলায় হিজবুল্লাহ ইসরায়েলকে দায়ী করছে। গত কয়েকদিনে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বেড়েছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে একটি সর্বাত্মক আঞ্চলিক সংঘাতের শঙ্কা বাড়ল।