বঙ্গনিউজবিডি ডেস্ক: জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে পরিবহন ধর্মঘট চললেও পূর্ব নির্ধারিত সময় আগামীকাল শনিবারেই (৬ নভেম্বর) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (তথ্য) মো. শফিউর রহমান সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চলমান ধর্মঘটের কারণে পরীক্ষা পেছানোর জন্য কিছু ভর্তিচ্ছুর দাবি থাকলেও সেটি পেছানোর সুযোগ নেই। যথাসময়ে পরীক্ষা নিতে বুয়েট কর্তৃপক্ষ যাবতীয় প্রস্ততি সম্পন্ন করেছে।
শফিউর আরও বলেন, কাল দুটি মডিউলে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ও বিকালে ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ভর্তি পরীক্ষা চলবে। এর আগে, গত ২০ ও ২১ অক্টোবর বুয়েটে ভর্তির প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ২৬ অক্টোবর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয় বলে জানা গেছে।