1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শীত এলে বসে অতিথি পাখির মেলা ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমানকে ট্রাম্পের আমন্ত্রণ চৌদ্দগ্রামের গুনবতীতে পুকুরে বিষ প্রয়োগে প্রায় পাঁচ লক্ষ টাকার মাছ নিধন। কোটপাড়া একাদশকে উড়িয়ে সেমিফাইনালে সিজি জুনিয়র মুরাদপুর সখিপুরে গলায় ফাঁস দিয়ে মাদ্রাসা শিক্ষার্থীর আ*ত্ম*হ*ত্যা ফেনীর মহিপালে শিশুসহ ৭ রোহিঙ্গা আটক তরুন প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছে বিএনপি: আমিনুল হক কয়রায় মাদ্রাসার ২ শিক্ষকের স্থায়ী বহিস্কারের দাবীতে মানববন্ধন কবিতার মাটি বাংলাদেশের উদ্যোগে পৌষ পার্বণ শীর্ষক সাহিত্য সভা অনুষ্ঠিত গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যবসায়ী ও শিল্প মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

শপথ নিলেন ইলিয়াস কাঞ্চন-নিপুণ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৬৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভারতীয় উপমহাদেশের বরেণ্য কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোকাহত ভারতসহ গোটা বিশ্বের সঙ্গীতাঙ্গন। সুরসম্রাজ্ঞীর প্রয়াণের খবরে শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এছাড়াও ঘোষণা করা হয়েছে দুই দিনের রাষ্ট্রীয় শোক। কেন্দ্রীয় সরকারের বরাতে এই খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

৯২ বছর বয়সী কণ্ঠশিল্পীর মৃত্যুর খবরে টুইটারে মোদি লিখেছেন, “এই শোকের কথা ভাষায় প্রকাশ করতে পারব না। লতা দিদি আমাদের ছেড়ে চলে গেছেন। আমাদের মাঝে যে শূন্যতা তিনি রেখে গেলেন তা পূরণ করা যাবে না। ভবিষ্যত প্রজন্ম তাঁকে ভারতীয় সংস্কৃতির কিংবদন্তী হিসেবে মনে রাখবে। তাঁর সুরেলা কণ্ঠে মানুষকে মন্ত্রমুগ্ধ করার এক অতুলনীয় ক্ষমতা ছিল।” আগামী দুইদিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একইসঙ্গে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে কিংবদন্তি এই গায়িকার শেষকৃত্য।

এসময় মোদি আরও জানান লতার পরিবারের সঙ্গে কথা বলে তাদের সমবেদনা জানিয়েছেন তিনি। তাঁর আত্মার শান্তি কামনা করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী।

এদিকে সুরসম্রাজ্ঞীর প্রয়াণে শোকাহত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি জানান, ‘কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তার প্রয়াণে আমরা রিক্ত হলাম। তার প্রয়াণে সংগীতজগতের অপূরণীয় ক্ষতি হল। আমি লতা মঙ্গেশকরের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

কোভিডে আক্রান্ত হওয়ায় ১১ জানুয়ারি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল লতা মঙ্গেশকরকে। প্রথম থেকেই তাকে রাখা হয়েছিল আইসিইউতে। হাসপাতালে দীর্ঘ লড়াইয়ের পর রোববার সকালে মধ্য হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন উপমহাদেশের সংগীতের এই প্রবীণ মহাতারকা।শিল্পী সমিতির সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণ আক্তার জয়ী হয়েছেন। নতুন সভাপতি এবং সাধারণ সম্পাদকে শপথ বাক্য পাঠ করান বিদায়ী সভাপতি মিশা সওদাগর।
দায়িত্ব বুঝে নেওয়ার পর বর্তমান সভাপতি ইলিয়াস কাঞ্চন বিভিন্ন পদে নির্বাচিত অন্যান্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

রোববার বিকাল ৫টায় এফডিসিতে শপথের আয়োজন করা হয়।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ইলিয়াস কাঞ্চনকে সভাপতি এবং জায়েদ খানকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করা হলেও নিপুণের আপিলে ফল বদলে যায়।

জায়েদ খানের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ প্রমাণিত হওয়ায় তার প্রার্থিতা বাতিল করে নির্বাচনী আপিল বোর্ড।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com