বঙ্গনিউজবিডি ডেস্ক : বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংসদ সদস্য ঢাকা-১৪ আসনের আগাখান মিন্টু ও কুমিল্লা-৫ আসনের আবুল হাসেম খান হিসেবে শপথ নিয়েছেন।
আজ বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত এই সংসদ সদস্যকে শপথ পড়ান।
সংসদ সচিবালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং হুইপ ইকবালুর রহিম ও হুইপ সামশুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শপথ গ্রহণ শেষে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য আগাখান মিন্টু ও আবুল হাসেম খান রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
উল্লেখ্য, সাবেক আইন মন্ত্রী আবদুল মতিন খসরু’র মৃত্যুতে কুমিল্লা-৫ আসন ও আসলামুল হকের মৃত্যুতে ঢাকা-১৪ আসন শুন্য হয়। আগামী ১৪ জুলাই দু’টি আসনের ভোট গ্রহণের তারিখ নির্ধারিত থাকলেও অন্য কোন প্রার্থী না থাকায় তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন।