বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : শহীদ বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান এর কবরস্থান, কচন্দরা, বলাইশিমুল গ্রামে শ্রদ্ধা নিবেদনের গঠিত টিম নিয়ে উপজেলা নির্বাহী অফিসার এমদাদুল হক তালুকদারে নেতৃত্বে এক টিম কবর জিয়ারতে ও শ্রদ্ধা নিবেদন করতে যান। এই টিমে আরও ছিলেন। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ জনাব মিজানুর রহমান,বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান সাবেক কমান্ডার, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, সাংবাদিক আব্দুল আউয়াল খান, স্থানীয় ইমাম, মোহাম্মদ সাইফুল ইসলাম, নিরাপত্তা প্রহরী ও মোহাম্মদ আবুল কাশেম নিরাপত্তা প্রহর।ও স্থানীয় লোকজনও ছিলেন। স্থানীয় ইমামের মোনাজাতের মাধ্যমে কবর জিয়ারত শেষ করেন।