বগুরা জেলাপতিনিধি : ঢাকা বগুড়া মহাসড়কের শাজাহানপুর এলাকায়
৩ জানুয়ারী মঙ্গলবাবার সকালে ঢাকা গামী দ্রুত গতির বাসের চাপায় শেরপুরের আব্দুর রাজ্জাক নামে এক সিএনজি চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহত সিএনজি চালক আব্দুর রাজ্জাক শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা গ্রামের রফিকুল ইসলামের পুত্র।
শেরপুর হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ও প্রত্যক্ষদর্শীদের সূত্র জানায়, শেরপুর উপজেলার খন্দকার টোলা গ্রামের রফিকুল ইসলামের পুত্র আব্দুর রাজ্জাক (৩২) তার নিজস্ব সিএনজি নিয়ে ৩ জানুয়ারি ভোরে গ্যাস তোলার জন্য বাড়ি থেকে বের হন।
সকাল পৌনে সাতটার দিকে মহাসড়ক বেয়ে ঢাকা বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলার নয় মাইল এলাকার একটি তেলের পাম্পের সামনে পৌঁছলে ঢাকা গামী একটি দ্রুতগতির বাস সিএনজিটিকে চাপা দিয়ে পালিয়ে যায় এতে ঘটনাস্থলেই সিএনজি চালক আব্দুর রাজ্জাক নিহত হন।