বঙ্গনিউজবিডি ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ব্যাংকিং ও মেডিকেল সহায়তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে এ অভিযোগ জানান।
আন্দোলতরত শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার ৬টি মোবাইল ব্যাংকিং নম্বর বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি তারা মেডিকেল সেবাও পাচ্ছেন না।
সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে যে মেডিকেল টিম অনশনরত শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা দিয়েছেন তারা সেবা দেওয়া বন্ধ করে দিয়েছেন বলে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন।