স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে : গাউছে কাওনাইন মুফতীয়ে আজম, সুলতানুল মাশায়েখ, আলেমকুল শিরোমণি, মুফতিয়ে আযম, হযরত মাওলানা শাহ্সুফি সৈয়দ মছিহ্ উল্লাহ্ (কঃ) মির্জাপুরী ছাহেব কেবলা কাবার ১০৯তম মহান বার্ষিক ওরশ শরীফ মহাসমারোহে আওলাদে মছিহউল্লাহ মির্জাপুরীর তৎপুত্র মরহুম সৈয়দ রইছুল হকের পক্ষে সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ জহুরুল কাদের মঞ্জিলে অনুষ্ঠিত হয়।
এতে আখেরী মোনাজাত করেন শাহজাদা সৈয়দ জহুরুল কাদের আজাদ। এতে আরও উপস্থিত ছিলেন গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. শামসুল আলম, মো. জয়নাল আবেদীন জুলু ও অন্যান্য অতিথিবৃন্দ।