মো: রমজান আলী, বান্দরবান প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান পার্বত্য জেলা শাখার উদ্যোগে মেস এবং ছাত্রবাসে শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী উপহার প্রদান করা হয়। ছাত্র পরিষদ বান্দরবান জেলা শাখার সভাপতি জনাব আসিফ ইকবাল এর নির্দেশনায় বান্দরবান শহরের আর্মি পাড়া, মেম্বার পাড়া, শেরে বাংলা নগর, ইসলামপুর এলাকায় এবং বান্দরবান সরকারি কলেজ ছাত্রবাসের শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান জেলা শাখার দপ্তর ও প্রচার সম্পাদক জনাব মিসবাহ উদ্দিন এবং পৌর শাখার দায়িত্বশীল জনাব এম এস সাইফুল ।
পবিত্র রমজান মাসে বান্দরবান শহরে অবস্থানরত শিক্ষার্থীদের ইফতারের সুবিধার জন্য ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
দেশবাসীকে রহমত এবং বরকতের মাস রমাদানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম স্বাভাবিক রাখা, গান বাজনা, অশ্লীলতা ও বেহায়াপনা পরিহার, নফল ইবাদাত এবং দান সাদাকাহ বৃদ্ধি করে সংযম এবং আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করার আহ্বান রইলো।