বঙ্গনিউজবিডি ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘নগর পরিচালনার জন্য আপনারা আমাকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন। এখন আপনাদের নিরাপদে রাখতে আমি আমার দায়িত্ব পালন করে যাব। শিগগিরই নগরকে ডেঙ্গুমুক্ত করব। তবে এই নগর আমার একার না, সবার। সবাই একসঙ্গে কাজ করলে, শহরে কোনো সংকট থাকবে না।’
আজ সোমবার রাজধানীতে গাবতলী বাস টার্মিনালে পরিবহন শ্রমিক ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেয়র আতিক বলেন, ‘এডিস মশা নিধনে নগরের বিভিন্ন এলাকায় আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। অনেক নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাচ্ছি। ভ্রাম্যমাণ আদালত চার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ভবন মালিককে জরিমানা করছেন। অথচ এই এডিসের লার্ভা ধ্বংসে ৫০ টাকার কেরোসিন তেল ছিটিয়ে দিলেই লার্ভা জন্মাতে পারে না। তাই নিজ পরিবারকে রক্ষায় প্রত্যেককে নিজ আঙিনা পরিষ্কার রাখতে হবে।’