বঙ্গনিউজবিডি ডেস্ক : ঈদের আগে তৈরি পোশাককর্মীদের বেতন-ভাতা দেয়ার সুবিধার্থে আগামী ৮ ও ৯ জুলাই (শুক্র-শনিবার) শিল্প এলাকায় ব্যাংক খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে।
এই নির্দেশনার আওতায় খোলা থাকবে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন ব্যাংকের কিছু শাখা।
রোববার কেন্দ্রীয় ব্যাংক থেকে এক নির্দেশনা দিয়ে তা সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক/কর্মচারী/কর্মকর্তাদের বেতন-ভাতা প্রদান ও রফতানি বিল বিক্রয়ের লক্ষ্যে ব্যাংকের সংশ্লিষ্ট শাখা ৮ ও ৯ জুলাই খোলা রাখতে হবে।
তবে ক্লিয়ারিং ব্যবস্থা সুষ্ঠুরূপে পরিচালনার স্বার্থে নির্দেশিত এলাকার বাইরে কোনো ব্যাংক শাখার ওপর চেক দেয়া যাবে না।