বঙ্গনিউজবিডি প্রতিনিধি : ঢাকা যাত্রা বাড়ি থানা ৬২ নং ওয়ার্ড শেখদি বটতলা হতে আব্দুল্লাহ মোল্লা স্কুল হয়ে, এবং নুরুল ইসলাম মোল্লা বাড়ির সামনে থেকে পূর্ব শেখদি আল হেরা মসজিদ হয়ে শিকদারের বাড়ি পর্যন্ত।
রাস্তার কাজ উদ্বোধন করেন উক্ত ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার আলহাজ্ব মোশতাক আহমেদ। গত দুই বৎসর আগে ঢাকা দক্ষিণ সিটি র্কপেশন মেয়র শেখ তাপস শুক্রবার জুমা নামাজের সময় বলেন এই রাস্তার কাজ যত তারা সম্ভব আরাম্ভ হবে। আল হেরা মসজিদে পঞ্চাশ হাজার টাকা অনুদান দেন।
দেরিতে হলেও রাস্তার কাজ আলহাজ্ব মোশতাক আহমেদ উদ্বোধন করেন।রাস্তার কাজ দ্রুত এগিয়ে চলছে।অনেক দিনের অপেক্ষা শেষ পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে।