তিনি আরো বলেন, ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে। জনগণের পাশে থাকতে হবে। যে কোন অপশক্তিকে রুখে দিতে ছাত্রলীগের নেতাকর্মীদের রাজপথে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় বোচাগঞ্জ আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এর আগে বিকাল ৪টায় নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী অধ্যক্ষ আব্দুর রশিদ গ্রণগন্থাগারে মুজিব কর্নারের ফলক উন্মোচন করেন।
বোচাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন বিপূল এর সভাপতিত্বে সাধারন সম্পাদক এমদাদুল ইসলাম ইশানের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আফছার আলী, ৬টি ইউনিয়নেল ছাত্রলীগের নেতৃবৃন্দ।