বঙ্গনিউঝবিডি ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ফুটবলার আমিনুল হক বলেছেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আমাদের হাজার হাজার ছাত্র ভাইদের এই শেখ হাসিনার আজ্ঞাবহ প্রশাসনের লোকেরা যেভাবে হত্যা করেছে, আমাদের বিএনপির নেতাকর্মীদের যেভাবে হত্যা করেছে এবং যেভাবে সাধারণ মানুষকে গুলি করে হত্যা করেছে। সেই হত্যার বিচারের জন্য আমরা এবং সারা বাংলাদেশের মানুষ আজকে একত্রিত হয়েছি যে, শেখ হাসিনাসহ তার অবৈধ মন্ত্রী-এমপি ও আজ্ঞাবহ সকল প্রশাসনের কর্মকর্তাদের বাংলার মাটিতে বিচার চাই এবং বাংলার মাটিতেই তাদের বিচার হবে।
তিনি বলেন, গত ছাত্র জনতার আন্দোলনে যাদেরকে হত্যা করা হয়েছে, যারা আজকে ভিকটিম, যারা আজকে তার স্বজনকে হারিয়েছে, আমরা চাই তাদের মাধ্যমে দেশবাসীর যে প্রত্যাশা, যারা হত্যাকারী তাদের প্রত্যেকের নামে মামলা দিয়ে এবং তাদের আইনের আওতায় এনে, তাদের প্রত্যেকের যেন বিচার হয়। এজন্য আমরা আন্দোলনে শহীদ হওয়া প্রত্যেকটি পরিবারকে অনুরোধ করছি।
আমরা বাংলাদেশে আর কেন স্বৈরাচার দেখতে চাই না উল্লেখ করে আমিনুল হক বলেন, আমরা চাই বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতি, যাতে বাংলাদেশে আর কোন স্বৈরাচারের জন্ম না হয়।
বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গত ছাত্র জনতার আন্দোলনে নিহত হওয়া প্রতিটি ছাত্রজনতার পরিবারের খোঁজ খবর রাখছি এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজ ২৮ আগস্ট বুধবার দুপুরে রাজধানীর উত্তরখানের দোবাদিয়ায় গত বৈষম্যবিরোধী ছাত্রজনতার গণআন্দোলনে নিহত উত্তরখান থানার ৪৪ নং ওয়ার্ড বিএনপির যুববিষয়ক সম্পাদক জুবায়ের রহমানের পরিবারের সাথে দেখা করে খোঁজ খবর নিয়ে ও আর্থিক সহায়তা প্রদানের সময়ে আমিনুল হক তার বক্তব্যে এসব কথা বলেন।
নিহত শহীদ জুবায়ের রহমানের বাবা সবুর বেপারী তার বক্তব্যে পুত্র হত্যার সঠিক বিচার দাবি করেন।