বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার শেরপুরে অটো রিক্সা চোর আটক ০৩ জন, চোরাই ইজিবাইক, অটোরিক্সা, অটোভ্যান উদ্ধার করেছে শেরপুর থানার পুলিশ।
রবিবার (১০ অক্টোবর) রাত্রি ২:৩০ ঘটিকায় ১। মোঃ মনির (৩১), পিতা-মোঃ রুবেল ওরফে রুপিন, সাং-শেরুয়া দহপাড়া, থানা-শেরপুর, ২। মোঃ আবু জাফর (৩২), পিতা-মোঃ জুয়েল রানা, সাং-উলিপুর, থানা-শেরপুর, ৩। মোঃ আবু হানিফ ওরফে সোহাগ (৩৫), পিতা মোঃ আবু তালেব, সাং-ভান্ডার পাইকা, থানা-শাজাহানপুর, সকলের জেলা-বগুড়াদের শেরপুর পৌরসভা অন্তর্গত উত্তর সাহাপাড়া সাকিন হইতে গ্রেফতার করে। আসামী হানিফ এর দেওয়া তথ্যমতে আসামীসহ বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন হাজারাবাড়ী গ্রামস্থ মোঃ আবু তাহের প্রামানিক এর বাড়ী হইতে ২০ অক্টোবর ০৫.৪৫ ঘটিকার সময় চোরাই যাওয়া অটো রিক্সাটি উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
মামলার বিবরণে জানা যায়, বাদী মোঃ আব্দুস সালাম (৩৫), পিতা মোঃ শাজাহান আলী, সাং-আন্দিকুমড়া, ইউপি-শাহবন্দেগী, থানা-শেরপুর, জেলা-বগুড়া এজাহার দিয়ে জানান যে, তিনি পেশায় একজন ব্যাটারী চালিত অটো রিক্সা চালক। অটো রিক্সা চালাইয়া জীবন জীবিকা নির্বাহ করেন। প্রতিদিনের ন্যায় ইং-১০ অক্টোবর সকাল আনুমানিক ০৮.০০ ঘটিকার সময় তিনি তাহার একটি পুরাতন ও ব্যবহৃত ০৩ চাকা বিশিষ্ট লাল রংয়ের ডয়েডো ইয়েন্ডি নিউ মডেল মিশু গাড়ী (অটো রিক্সা), যাহার চেসিস নং-YDKD220420936, যাহাতে ০৪ টি ১৭৫ তম গ্যাস্টন ব্যাটারী সংযুক্ত আছে। ব্যাটারী নং (১) ৭৮৫৬৭৭, (২) ৭৮৫৬৭৮, (৩) ৭৮৫৬৯১, (৪) ৭৮৫৭০১, অটো রিক্সার মূল্য ১,১৫,০০০/-(একলক্ষ পনের হাজার) টাকা নিয়া ভাড়া মারার জন্য বাড়ি হইতে বাহির হন। দুপুরের খাবার খাওয়ার জন্য একই তারিখ দুপুর আনুমানিক ১২.০০ ঘটিকার সময় শেরপুর থানাধীন ১০নং শাহবন্দেগী ইউপির অন্তর্গত আন্দিকুমড়া গ্রামস্থ আমার বসত বাড়ির পূর্বে পাশে পাকা রাস্তা সংলগ্ন ফুটপাতের উপর অটো রিক্সাটি রাখিয়া বাড়ির ভিতরে যান। খাওয়া দাওয়া শেষে পুনরায় ভাড়া মারার জন্য একই তারিখ দুপুর আনুমানিক ১২.৪৫ ঘটিকার সময় ঘটনাস্থলে আসিয়া দেখিতে পান যেতাহার অটো রিক্সাটি নাই। বাদীর ধারনা অজ্ঞাতনামা চোর বা চোরেরা ১০ অক্টোবর দুপুর আনুমানিক ১২.০০ ঘটিকা হইতে একই তারিখ ১২.৪৫ ঘটিকার মধ্যে যে কোন সময় বাদীর অটো রিক্সাটি চুরি করিয়া নিয়া যায়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জানান, আসামীদের গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।