বগুড়ার শেরপুরে নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানী লিমিটেড জায়গা ভেদে ২ ঘন্টা লোড শেডিং করার কথা থাকলেও আসলে লোড শেডিং হচ্ছে ৮ থেকে ৯ ঘন্টা।
বৃহস্পতিবার (২১ জুলাই) বগুড়ার শেরপুরের বিভিন্ন জায়গায় সরেজমিনে দেখা গেছে প্রতিদিন গড়ে ৮ থেকে ৯ ঘন্টা পর্যন্ত লোডশেডিং থাকছে। অথচ বগুড়ার শেরপুরে নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানী লিমিটেড কর্তৃক ঘোষিত নোটিশে বলা আছে উপজেলা হাসপাতাল, উপজেলা পরিষদ লোডশেডিং থাকবে দুপর ২ টা হতে ৩টা এবং সন্ধ্যা ৬ হতে ৭ টা , শেরপুর থানা, শেরপুর পৌরসভা সকাল ১০ টা থেকে ১১টা এবং সন্ধ্যা ৭টা হতে ৮টা পর্যন্ত, চকপোতা ও খোন্দকার টোলা সকাল ১১ টা হতে ১২ টা এবং রাত ৮টা হতে ৯টা, কৃষ্ণপুর, মির্জাপুর ও ছোনকা দুপুর ১২ হতে ১টা এবং রাত ৯টা হতে ১০ টা পর্যন্ত, বনমরিচা িও জোয়ানপুর দুপুর ১টা হতে ২টা, শেরুয়া ও পার্করোড বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত।
স্থানীয় লোকদের থেকে জানা যায়, প্রতিদিন গড়ে ৮ থেকে ৯ ঘন্টা পর্যন্ত লোডশেডিং থাকে। এভাবে চলতে থাকলে মানুষের প্রতিটি কাজে প্রভাব পড়বে। এমন পরিস্থিতি থেকে মুক্তি চায় এলাকাবাসী।
বগুড়ার শেরপুরে নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানী লিমিটেড এর সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা হলেও ফোন রিসিভ করেননি।