বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের ৭২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে শেরপুর শহর সেচ্ছাসেবকলীগের সাবেক সহ সভাপতি মোঃ মাছুদ রানা লিটন।
বৃহস্পতিবার ( ১৭ নভেম্বর) শেরপুর থানায় শেরপুর উপজেলা ও শহর বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের ৭২ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে শেরপুর শহর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সহ সভাপতি মোঃ মাছুদ রানা লিটন।
উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় হাসপাতাল রোডে স্বেচ্ছাসেবকদল ও স্বেচ্ছাসেবকলীগের তর্কাতর্কীর এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সে সময় শেরপুর শহর স্বেচ্ছাসেবকলীগের কয়েকজন নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকলীগের কয়েকজন নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি করানো হয়।
যাদের নামে মামলা হয়েছে, ১। শাহ মোঃ কাউসার কলিন্স, ২। আশরাফুদ্দৌলা মামুন, ৩। রবিউল ইসলাম টিটু, ৪। নাহিদুর রহমান নাহিদ, ৫। ফিরোজ আহম্মেদ জুয়েল, ৬। মামুনুর রশিদ , ৭।মোঃ চাঁন মিয়া, ৮। মোঃ গোলাম রব্বানী, ৯। রেদওয়ানুল ইসলাম স্বাধীন, ১০। মাহেদ রহমান ডন, ১১। মোঃ জাকারিয়া মাছুদ, ১২। আসাদুজ্জামান পলাশ, ১৩। রাফি আল আলআমিন, ১৪। মোঃ আরমান, ১৫। তাহেরুল ইসলাম সরকার, ১৬। এনামুল হক লায়ন, ১৭। সবাইদুল ইসলাম, ১৮। শাহাবুল করিম, ১৯। মামুনুর রশিদ আপেল, ২০। মোঃ আরিফুজ্জামান, ২১। আবু সাইদ, ২২। মোঃ ফরহাদ হোসেন, ২৩। মোঃ বাবু, ২৪। মোঃ আসিফ, ২৫। মোঃ শামীম, ২৬। কিরন, ২৭। নুর নবী, ২৮। আলমগীর হোসেন, ২৯। মোঃ আলম প্রফেসর, ৩০। মোঃ শিলু, ৩১। মোঃ রাসেল, ৩২। মোঃ ওমর আলী, ৩৩। খান জাহান আলী, ৩৪। মোহাব্বত খাঁ, ৩৫। মোঃ সাইদুল ইসলাম, ৩৬। সাগর হোসেন, ৩৭। শহিদুল ইসলাম বাবলু, ৩৮। রফিকুল ইসলাম মিন্টু, ৩৯। ফিরোজ আলী, ৪০। মোস্তফা, ৪১। রাজিব, ৪২। সবুজ, ৪৩। স্বাধীন, ৪৪। শরিফুল ইসলাম, ৪৫। মোঃ রঞ্জু, ৪৬। মোঃ সেলিম, ৪৭। মজনু মিয়া, ৪৮। রাজু আহম্মেদ, ৪৯। রেজাউল করিম রেজা, ৫০। খায়রুল ইসলাম, ৫১। মোঃ শফিক, ৫২। মজনু, ৫৪। আসাদ আলী, ৫৫। আইয়ুব আলী, ৫৬। রোকনুজ্জামান কাজী, ৫৭। সাদিকুল ইসলাম সাদেক, ৫৮। আলী আহম্মেদ, ৫৯। মোঃ সালাম, ৬০। আব্দুর রশিদ মুকুল, ৬১। আব্দুল হামিদ, ৬২। সালমান ফার্সি, ৬৩। সুমন, ৬৪। রফিকুল ইসলাম, ৬৫। জাবেদ, ৬৬। মোঃ শামীম, ৬৭। বাবলুর রহমান বাবলু, ৬৮। মুন্নাফ শেখ, ৬৯। রাশেদুল হাসান, ৭০। শেখ ফরিদ, ৭১। রফিকুল ইসলাম শুভ, ৭২। আবু হাসান। উল্লেখিত ব্যক্তিদের নামে শেরপুর থানায় এজাহার করা হয়।