বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার শেরপুরে সীমাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান এর ছোট ভাই মহরম আলী (৪৫) লাশ বুধবার (২৪ মে) সকাল ১১টায় দিকে সীমাবাড়ী ব্রীজের পাশে বাঙ্গালী নদীর বৈটখ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। সে সীমাবাড়ী ইউনিয়নে টাকাধুকুরিয়া গ্রামের মৃত তাহেদ আলী খানের ছেলে। স্থানীয়রা ও এসআই মোস্তাফিজুর রহমান জানান, গত সোমবার দিনগত রাতে পাবনা বাজারে এসআই মোস্তাফিজুর রহমান একটি অপহরনের মিসিং ডায়েরি অনুযায়ি রাতে ভিকটিম উদ্ধার করতে যায়। রাত দেড়টার দিকে সীমাবাড়ী বাজারে গেলে একটি গোলির ভিতরে দিয়ে একজন লোক দৌড় দিয়ে পালিয়ে যায়। তখন এসআই মোস্তাফিজুর রহমান খালেক ও শারবিজ দুইজনকে দেখতে পায় এবং একজনকে দৌড় দিয়ে পালিয়ে যেতে দেখার কথা খালেক, শারবিজকে দুই বন্ধু জিজ্ঞাসা করেন। খালেক, শারবিজ দুই বন্ধু জানান মহরম আলী আপনার আসা দেখে দৌড় দিয়ে পালিয়ে গেছে।
এসআই মোস্তাফিজুর রহমান সেখান থেকে ২০ গজ দুরে সাবেক রেজা মেম্মারের বাসায় ভিকটিমকে উদ্ধারের জন্য নিহত মহরম আলীর ভাই সীমাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির মান্নানকে নিয়ে আলাপ চলে। এরপর রাত সাড়ে ৩টার দিকে পাবনা বাজারে থেকে ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এবং গতকাল মঙ্গলবার বিকেলে মহরম আলীর ভাই আব্দুল মান্নান এসআই মোস্তাফিজুর রহমানকে জানান মহরম আলীকে পাওয়া যাচ্ছে। তখন তাকে থানায় একটি সাধারণ ডায়েরী করতে বলেন।
এ বিষয়ে ইউনিয়নের চেয়ারম্যান গৌর রায় জানান, গত ২দিন ধরে তাকে পাওয়া যাচ্ছিলনা। আজ সকালে সীমাবাড়ী ব্রিজের নিচে বাঙ্গালী নদীর ভাটি থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে শেরপুর থানা অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা জানান, তার নামে মাদকের মামলা আছে এবং ওয়ারেন্টও আছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।