বগুড়া জেলা পতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের ৭২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছিলেন শেরপুর শহর সেচ্ছাসেবকলীগের সাবেক সহ সভাপতি মোঃ মাছুদ রানা লিটন।
বৃহস্পতিবার ( ১৭ নভেম্বর) শেরপুর থানায় শেরপুর উপজেলা ও শহর বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের ৭২ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে শেরপুর শহর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সহ সভাপতি মোঃ মাছুদ রানা লিটন।
আজ রবিবার (২৭ নভেম্বর) ঢাকা হাইকোর্টের ২৩নং কোর্টের বিচারপতি মোঃ মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোঃআমিনুল ইসলাম এর ব্যাঞ্চ শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, আব্দুর রশিদ মুকুল সহ নেতৃবৃন্দ ও শেরপুৃর শহর বিএনপির সাধারন সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেলসহ অঙ্গ সহযোগী সংগঠনের যুবদলের আহবায়ক আশরাফুদ্দৌলা মামুন, শেরপুর শহর যুবদলের আহবায়ক সাহাবুল করিম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাউছার কলিন্স, কৃষকদলের সভাপতি আবু সাইদ সহ ৬৭ জন নেতাকর্মীকে আগাম জামিন মঞ্জুর করেন। উক্ত মামলার আইনজিবি ছিলেন ব্যারিষ্টার কায়সার কামাল।
উল্লেখ্য, শেরপুর উপজেলা বিএনপির ৭২ জনের নামে মামলা করা হয় কিন্তু ৫ জন আসামীকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়।
যাদেরকে গ্রেফতার করা হয়েছে: রবিউল ইসলাম টিটু, রোকনুজ্জামান কাজি, সাইদুল ইসলাম, জহুরুল ইসলাম ও খান জাহান আলী।