বঙ্গনিউজবিডি ডেস্ক: গত সেপ্টেম্বরে নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপাল জাতীয় দলকে ৩-১ গোল ব্যবধানে হারিয়ে নারীদের সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলার বাঘিনীরা। আজ (৫ নভেম্বর) আরেকবার নেপালকে হারানোর সুযোগ এসেছিল গোলাম রাব্বানী ছোটনের দলের সামনে। তবে এবার বয়সভিত্তিক পর্যায়ে।
কিন্তু এবার আর পারলো না বাঘিনীরা। সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে নেপালের মেয়েদের কাছে শেষ মুহূর্তের গোলে ১-০ ব্যবধানের হার নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। নেপালের পক্ষে ম্যাচের একমাত্র গোলটি করেন বর্ষা আলী।
এই হারে ২ ম্যাচ থেকে ১ জয়ে ৩ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছে বাংলাদেশ। শীর্ষে রয়েছে নেপালের মেয়েরা। ২ ম্যাচের ২টিতেই জিতে ৬ পয়েন্ট পেয়েছে দলটি।