বঙ্গনিউজবিডি ডেস্ক : এশিয়া কাপে সুপার ফোরের লক্ষ্য নিয়ে দেশ ছাড়লেও প্রথম পর্বেই বিদায় নিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আফগানিস্তান ও শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচেই জয়ের আশা জাগিয়ে হার নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা।
দলের এমন বেহাল দশায় হতাশ টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
চলমান এশিয়া কাপে বি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরে যায় বাংলাদেশ। পরের ম্যাচে শ্রীলংকার কাছে টাইগারদের হার ২ উইকেটে।
খালি হাতে আসর থেকে বিদায় নিলেও দুই ম্যাচেই লড়াই জমিয়েছিল টাইগাররা।
বিশেষ করে শ্রীলংকার বিপক্ষে লম্বা সময় চালকের আসনে ছিল বাংলাদেশ। কিন্তু শেষ হাসি আর হাসতে পারেনি টাইগাররা। আফগানরা ৯ বল ও লংকানরা ৪ বল বাকি থাকতে ছিনিয়ে নেয় বিজয়। এ অবস্থায় অকপটে মন-মেজাজ ভালো না থাকা ও ক্লান্ত হয়ে পড়ার কথা জানিয়েছেন সুজন।
শুক্রবার দুবাইয়ে পরিবার নিয়ে টিম হোটেল থেকে বেরোনোর সময় বাংলাদেশি সাংবাদিকদের মুখোমুখি হন সুজন। তখনই তিনি ক্লান্তি ভর করার কথা জানান। সুজন বলেন, আমার একটুও ভালো লাগছে না। খুব ধকল গেছে। এখনই (বাংলাদেশে) চলে যেতে পারলে ভালো হতো। এদের (পরিবার) নিয়ে একটু ঘুরে আসি। আগামীকাল (শনিবার) যাব।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাম্প্রতিক পারফম্যান্স একেবারে তলানিতে। টিম ডিরেক্টর হিসেবে সুজনের ওপর দলকে সঠিক পথে ফেরানোর চাপ ছিল। এশিয়া কাপ থেকে আগেভাগে বাদ পড়ায় সেই চাপ নিঃসন্দেহে আরও ঘনীভূত হওয়ার কথা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রভাবশালী কর্মকর্তা সুজনের কণ্ঠে তাই শোনা যায় তীব্র হতাশার করুণ সুর। তার ভাষায়, আফগানিস্তান-শ্রীলংকা দুই দলের সঙ্গেই জেতা উচিত ছিল। আমরা জিততে শিখতে পারছি না।
শ্রীলংকার বিপক্ষে হারের কারণ হিসেবে এলোমেলো বোলিংকে দায়ী করেছেন সুজন। বাংলাদেশের সাবেক এ ক্রিকেটার বলেন, গতকাল (বৃহস্পতিবার) ব্যাটিংটা ভালো হয়েছে। সেটা নিয়ে সবাই খুশি ছিলাম। কিন্তু এত ওয়াইড-নো দিলে কি জেতা যায়? আমরা এই জায়গাতেই পিছিয়ে গেছি। খুব কষ্টকর ছিল মেনে নেয়া।