হাফেজ মাওলানা মুফতি আব্দুল হালীম আযহারী : ইমাম মুয়াজ্জিন দের জন্য বিশেষ সম্মানী চালু হবে।অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা, জনাব ডঃ আ,ফ,ম খালিদ হোসেন সাহেবের প্রতিশ্রুতি অনুযায়ী দেশের সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনার উদ্দেশ্যে বিশেষ ভাতা দেয়া হবে।
এই লক্ষ্যে ধর্ম উপদেষ্টা মহোদয়ের নির্দেশ ক্রমে ইসলামিক ফাউন্ডেশন সাত সদস্য বিশিষ্ট একটি গঠন করে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে ইসলামিক ফাউন্ডেশনের সচিব মহোদয় কে আহ্বায়ক করা হয়েছে।
গত ১৪ ই জানুয়ারি ইসলামিক ফাউন্ডেশনের প্রশাসনিক বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।
উল্লেখ্য বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে স্বৈরাচার সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের এই মহান উদ্যোগকে দেশের প্রায় তিন লাখ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমগন স্বাগত জানিয়ে সন্তুষ প্রকাশ করেছেন।
তাদের দাবি,
গ্রহনযোগ্য কোন কারণ ছাড়া ভিত্তিহীনভাবে কোন ইমাম মুয়াজ্জিন কে বরখাস্ত করা যাবেনা।
ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইমাম মুয়াজ্জিনদের জন্য একটা নীতিমালা তৈরি করা একান্ত প্রয়োজন। যেখানে মসজিদ কমিটির শিক্ষাগত যোগ্যতা, সামাজিক মর্যাদা, তাকওয়া, রাজনৈতিক প্রভাব মুক্ত ইত্যাদি শর্তাবলী যুক্ত করতে হবে।
মসজিদের আয় ব্যয় এর নিয়মিত অডিট করতে হবে।
মসজিদের আর্থিক অবস্থা অনুযায়ী ইমাম মুয়াজ্জিন এর জন্য আবাসনের ব্যবস্থা করতে হবে। ইমাম মুয়াজ্জিন দের উপর কোন রাজনৈতিক হস্তক্ষেপ করা যাবেনা। মসজিদ কমিটির সদস্যদের ভিতর দ্বীনদার যুবকদের অন্তর্ভুক্ত করতে হবে।
নিয়োগ ও বরখাস্ত বিষয়ে আলেমদের মতামত কে প্রাধান্য দিতে হবে।