মোঃ হাসান আলী স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের সখিপুরে উপজেলার কালিয়া ইউনিয়নে এক রাতে কয়েক বাড়িতে থেকে গরু চুরির খবর পাওয়া গেছে।
শনিবার (৪ জানুয়ারি)গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার কালিয়া ইউনিয়নের কালিয়া ঘোনারচালা ও দামিয়াপাড়া এলাকায় চুরির ঘটনা ঘটে।
স্থানীয় প্রতিবেশী ও গরুর মালিক আবুল হাশেমের সাথে কথা বলে জানা যায় , ভোররাতে চাচাতো ভাই আলাউদ্দিনের চিৎকার শুনে এসে দেখে দুই বাড়ির সব গরু চুরি হয়ে গেছে।এদিকে একই রাতে দামিয়ার আ.কাদের ড্রাইভারের গরু চুরি হয়।
ঘটনার বিবরণে জানা,ছোট-বড় মিলিয়ে চাচা ভাতিজার ৬টি গরু,দামিয়ার ড্রাইভারের ২টি গরু নিয়ে গেছে দূর্বৃত্তরা।এই ঘটনায় পরিবার গুলোর প্রায় ৮লক্ষ টাকার ক্ষতি হয়েছে।কালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো.জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।