মোঃ হাসান আলী স্টাফ রিপোর্টার : টাংগাইল সখিপুরে ঐতিহ্যবাহী ইছাদিঘী গ্রামবাসীর উদ্দ্যোগে কেন্দ্রীয় কবরস্থানের বাৎসরিক ওয়াজ মাহফিল ইছাদিঘী দাখিল মাদ্রাসা ময়দানে ২৩শে ফেব্রুয়ারি/২৫খ্রি
(রবিবার) বাদ মাগরিব থেকে নিশি পর্যন্ত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। শাইয়েখ মোহাম্মদ আলী আজাদ মাহফিলের সভাপত্বিত করেন। রুহুল আমিনের উপস্থাপনায় সভার কার্যক্রম শুরু হলে উক্ত সভায় প্রধান বক্তার হিসাবে ওয়াজ করেন ডঃ মোঃ রফিকুল ইসলাম আল মাদানী (গাজীপুর) সভায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কবরস্থানের সভাপতি জনাব আব্দুল কাদের মাতব্বর এবং সাধারণ সম্পাদক সম্পাদক নাজমুল হোসাইন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন:- ইছাদিঘী আবাবিল যুব সংঘ
মানবকল্যাণ সংস্থা ও
আর-হেরা ইসলামিক যুব সংঘ ।
আরো দেশ বরণ্য আলেমগণ ওয়াজ নসিহত করেন। উপস্থিত ছিলেন দূর দূরান্ত থেকে আসা অসংখ্য দ্বীনি মুসুল্লিরা ও পর্দার আড়ালে মা ও বোনেরা।