বঙ্গনিউজবিডি ডেস্ক : আজ শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। সন্ধ্যা ৬টায় গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে। সংবাদ সম্মেলনে কথা বলবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, আজ অবস্থান কর্মসূচীতে হামলা, সংঘর্ষ, আহতসহ সার্বিক পরিস্থিতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটি বৈঠক শেষে সন্ধ্যা ৬টায় গুলশান চেয়ারপার্সন অফিস সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।