বঙ্গনিউজবিডি ডেস্ক : হৃদরোগে আক্রান্ত সমাজকল্যাণ মন্ত্রী নূরুজ্জামান আহমেদকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার বিকেলে তাকে রংপুর থেকে ইউনাইটেড হাসপাতালে আনা হয়।
মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মিজানুর রহমান মিজান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে শনিবার রাতে মন্ত্রীকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছিল। পরে সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে রংপুর সেনানিবাসের হেলিপ্যাডে নেওয়া হয়। দুপুরের দিকে সেখান থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে সমাজকল্যাণমন্ত্রীকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
মন্ত্রীর বিষয়ে রমেক হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. শাকিল গফুর বলেন, মন্ত্রীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তিনি বুকে ব্যথা অনুভব করেছিলেন। এখন পর্যন্ত বড় ধরনের কোনো সমস্যা নেই।