আজ শনিবার বিকালে খুলনায় বিএনপির গণসমাবেশে এসব কথা বলেন তিনি।
‘এই সরকারের আর বেশি দিন সময় নেই’, উল্লেখ করে খন্দকার মোশাররফ, ‘এ সরকারকে হটাতে আজকে এই সমাবেশ থেকে খুলনাবাসীকে শপথ নিয়ে যেতে হবে।’
এই সমাবেশের মঞ্চের ঠিক মাঝখানে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সম্মানে একটি চেয়ার ফাঁকা রাখা হয়েছে। সবুজ তোয়ালে দিয়ে ঢাকা চেয়ারের এক পাশে সমাবেশের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চেয়ার রাখা হয়েছে।
আরেক পাশে সমাবেশের সভাপতি খুলনা নগর বিএনপির আহ্বায়ক এস এম শফিকুল আলম মনার চেয়ার রাখা হয়।