সরাইল থেকে রুবেল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ঐতিহ্যবাহী কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় এর বার্ষিক মেধা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন ফাইয়াজ হোসেন নিহাল।
এ উপলক্ষ্যে ২৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. মঙ্গলবার কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে স্কুল প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অত্র বিদ্যালয়ে এডহক সভাপতি ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোশারফ হোসাইন।এতে স্বাগত বক্তব্য দেন-উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম (মানিক)
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি আজমল হোসেন ছোটন, উপজেলা বিএনপির সহ-সভাপতি অহিদুজ্জামান লস্কর অপু সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসান, কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক হোসেন, নোয়াগাও ইউনিয়ন বিএনপির সভাপতি আতাহার হোসেন বকুলসহ স্কুলের ব্যবস্থাপনা কমিটির সাবেক সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগন।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন- মো. রাফিকুল হাসান, আজমল হোসেন ছোট, আতাহার হোসেন বকুল, মো. ফারুক হোসেন, মো: আইয়ুব খান প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মোশারফ হোসাইন শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, পড়ালেখার কোন বিকল্প নেই। যতই পড়িবে ততই শিখিবে। এই তথ্য প্রযুক্তির যুগে নিজেকে টিকিয়ে রাখতে গেলে অবশ্যই পড়ালেখার পাশাপাশি কুকারিকুলামের মাধ্যমে শিক্ষার্থীদেরকে আরো এগিয়ে যেতে হবে।
বক্তৃতা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন । বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় ৫ আগস্টে নিহত আবু সাঈদকে নিয়ে রচিত জারি গানটি সকলের নজর কাড়ে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বার্ষিক মেধা ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
উক্ত বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নুরুজ্জামান লস্কর তপুর তিনি অভিভাবকদের উদ্দেশ্য বলেন, স্কুল টাইম ছাড়া আপনার সন্তান কখন কোথায় অবস্থান করে আপনাদের সজাগ দৃষ্টি রাখবেন। বাসায় বই নিয়ে ঠিকমতো পরছে কিনা সব নজর রাখার আহবান রাখবেন। প্রতিমাসে শিক্ষকদের লেখাপড়ার অগ্রগতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করা জন্য শিক্ষকদের অনুরোধ করেন তিনি।