মোহাম্মদ সুমন চৌধুরী, টঙ্গী, গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির (সাঅবাসো) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বিকাল ৫টায় সংগঠনের নিজ কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের পেশাগত ঝুঁকি, অনুসন্ধানী সাংবাদিকতার চ্যালেঞ্জ এবং রাষ্ট্রীয় ও সামাজিক আক্রোশের বিষয়ে আলোচনা করেন। তারা বলেন, সাংবাদিকরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন, অথচ তাদের যথাযথ মূল্যায়ন সমাজ ও রাষ্ট্রে নেই। অনেকে পেশাগত কারণে হয়রানি, মামলার শিকার হন, এমনকি প্রাণ হারান। সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে স্বাধীন সাংবাদিকতার পক্ষে কাজ করার আহ্বান জানান সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ সুমন চৌধুরী ও অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ মো. রাজু আহমেদ তাইজুল, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন মুনির, সহ-সভাপতি মো. মানিক হোসেন বিজয়, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিরা রমজানের গুরুত্ব ও সাংবাদিকতার নীতি-নৈতিকতা নিয়ে আলোচনা করেন। পরে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।