বঙ্গনিউজবিডি ডেস্ক : পাকিস্তান বিশ্বের পঞ্চম বিপজ্জনক দেশ সাংবাদিকদের জন্য। সাংবাদিক এবং সংবাদমাধ্যমের উপর হামলাকারীরা শাস্তি পায়নি এমন ১০টি দেশের মধ্যে শীর্ষে রয়েছে পাকিস্তান।
কোন কোন দেশে সাংবাদিকদের বিপদ রয়েছে তার একটি তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ফেডেরেশন অফ জার্নালিস্টস (আইএফজে)। সেই তালিকায় পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তান।
এ নিয়ে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিন্দা করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে। আইএফজে’র সূচক প্রকাশের পর আজ বুধবার এক প্রতিক্রিয়ায় ইমরানকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ।
এর আগে, মঙ্গলবার বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস উপলক্ষে পাকিস্তান ফেডারেল ইউনিয়ন অফ জার্নালিস্ট (পিএফইউজে) শাহবাজের কাছে আর্জি জানায়, সাংবাদিকদের উপর অত্যাচার বন্ধ করতে হবে। সভ্য সমাজ গঠনের জন্য সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিগত সরকারের আমলে সাংবাদিকদের অবস্থা খুবই খারাপ ছিল বলে তারা দাবি করে।
এদিকে, ইন্টারন্যাশনাল ফেডেরেশন অফ জার্নালিস্টস (আইএফজে) জানিয়েছে, সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশ হিসাবে পাকিস্তান রয়েছে পঞ্চম স্থানে। গত চার দশকে পাকিস্তান সরকারের প্রচ্ছন্ন মদতে ১৩৮ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ রাজত্বে সাংবাদিকদের অবস্থা খুবই খারাপ ছিল। নানা ভাবে সংবাদকর্মীদের উপর নির্যাতন চালানো হত। অন্তত নয়টি ঘটনায় সাংবাদিকদের ভয় দেখানো, খুন, হামলা বা সম্পূর্ণ ভাবে চুপ করিয়ে রাখা হয়েছে। এছাড়াও খুন, হামলার মতো ঘটনা ঘটেছে।
পাকিস্তানে ১৯৯০ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৩৮ জন সাংবাদিক। পরিসংখ্যান বলছে, এর মধ্যে ন’টি মামলায় সাংবাদিককে ভয় দেখানো হয়েছে। তারপর গুম করে দেওয়া হয়েছে। হদিশ মেলেনি অপহৃতদের।
পাক সংবাদ মাধ্যম ডন–এ বলা হয়েছে, ইমরান খানের সরকারের আমলে সাংবাদিকদের দুরবস্থা বেড়েছে। তারা ইমরানের দল পিটিআই কর্মীদের হাতে হেনস্থার শিকার হয়েছেন। মার খেয়েছেন। সূত্র : জিও নিউজ, ডন ও দ্য এক্সপ্রেস ট্রিবিউন।