জালালুর রহমান : পাবনা জেলার ঈশ্বরদীতে দৈনিক বিজয় পত্রিকার সাংবাদিক মো: মুশফিকুর রহমান (মিশন) পেশাগত দায়িত্ব পালনের সময়। স্বনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গো প্রতিমা বিসর্জনের ছবি ও সংবাদ সংগ্রহের জন্য যায়। ঐ এলাকায় স্থানীয় কয়েকজন যুবক তাকে প্রাননাশের হুমকি ধামকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। (২৪/ অক্টোবর/ ২০২৩) ইং, মঙ্গলবার আনুমানিক ৬ টা ১০ মিনিটের সময় ঈশ্বরদী মৌবাড়িয়ার দূর্গা মন্দিরের সামনের পুকুরে দূর্গা প্রতিমা বিসর্জ্জন দেওয়ার ছবি ও সংবাদ সংগ্রহের জন্য গেলে এ ঘটনা ঘটে। এ সময় মুশফিকুর রহমান (মিশন) কে প্রাননাশের হুমকি ধামকি দেওয়ার ফলে তিনি ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে জানা যায়, পাবনা জেলার ঈশ্বরদী থানার ফতেমোহাম্মদপুর পূর্বনুর মহল্লা এলাকার মো: মোফাজ্জল হোসেনের ছেলে মুশফিকুর রহমান মিশন (৩৯), পেশাগত দায়িত্ব পালনের জন্য। সন্ধ্যা ৬টা ১০ মিনিট এর সময় মৌবাড়িয়ায় নামক এলাকায় ছবি ও সংবাদ সংগ্রহের জন্য গেলে। স্থানীয় কয়েকজন ছেলে তার সাথে গায়ে পড়ে ঝগড়া বিবাদ করার চেষ্টা করে। পড়ে অভিযোগকারীর শার্টের পকেটে থাকা পাঁচ হাজার তিনশত টাকা হরণ করে বিবাদী গং শার্টের কলার ধরে টেনে মাটিতে ফেলে দেয়। কিল, ঘুষি সহ অশালীন ভাষায় গালিগালাজ করে ও প্রাণনাশের হুমকি ধামকি প্রদর্শন করে অভিযুক্ত শ্রী অপু (৩৫), অজ্ঞাতনামা ২/৩ জনসহ। এই সময় বাদীর আত্মচিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এলে ঘটনাস্থল থেকে অভিযুক্তরা পালিয়ে যায়। প্রাননাশের হুমকি ধামকির বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অপরাধীদের চরম শাস্তি দাবি জানান মুশফিকুর রহমান।