বঙ্গনিউজবিডি ডেস্ক : স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা মামলায় গ্রেপ্তার প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিনের বিষয়ে আদেশের জন্য রবিবার দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার মহানগর হাকিম বাকী বিল্লার আদালতে জামিন প্রশ্নে ভার্চুয়াল শুনানি হয়।
পরে রবিবার আদেশ দেওয়ার কথা জানান আদালত।
আদালতে রোজিনা ইসলামের জামিন শুনানিতে অংশ নেন তার আইনজীবীরা।
এদিন সকাল থেকে জামিন শুনানির জন্য আদালতে অপেক্ষা করতে থাকেন রোজিনার সহকর্মী এবং তার স্বজনেরা।
ভার্চুয়াল শুনানি হওয়ায় রোজিনাকে আদালতে আনা হয়নি। তাকে গাজীপুরের কাশিমপুর কারাগারে রাখা হয়েছে।
ভ্যাকসিন ক্রয়/সংগ্রহ সংক্রান্ত সরকারি নথির ‘ছবি তোলা’ এবং ‘চুরির’ অভিযোগে ‘অফিসিয়াল সিক্রেটস’ আইনের মামলায় রোজিনাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতে তোলার প্রথমদিন জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাকে রিমান্ডে নিতে চাইলে সেটি নাকচ হয়ে যায়।
রোজিনা ইসলাম ওই অফিস থেকে কোনো নথি সরানোর অভিযোগ অস্বীকার করেছেন। আর তার সহকর্মীরা বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনিয়ম-দুর্নীতি নিয়ে প্রতিবেদন করায় তিনি ‘আক্রোশের শিকার’ হয়ে থাকতে পারেন।
রোজিনা নিজে বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে প্রতিবেদন করার কারণে তার সঙ্গে অন্যায় করা হচ্ছে।
সোমবার রাতে রোজিনাকে থানা হাজতে রেখে মঙ্গলবার সকালে তাকে আদালতে হাজির করে শাহবাগ থানা পুলিশ।