বঙ্গনিউজবিডি ডেস্ক: রাজধানীর সরকারি সাত কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট’র ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবরের পরিবর্তে আগামী ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত ৩০ অক্টোবরের পরিবর্তে আগামী ১৩ নভেম্বর ‘কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট’র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে, গত ১ সেপ্টেম্বর অধিভুক্ত সরকারি সাত কলেজে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা তারিখ পরিবর্তন করা হয়। ২৯ অক্টোবরের পরিবর্তে ৬ নভেম্বর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তাই ৫ নভেম্বর সকাল ১০টায় সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু হবে। এদিন হবে বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা। ৬ নভেম্বর (শনিবার) বিজ্ঞান অনুষদের ও ১৩ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।