বঙ্গ নিউজ বিডি ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের একাডেমিক ও প্রশাসনিক সমস্যা নিরসনকল্পে কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের একাডেমিক ও প্রশাসনিক সমস্যা নিরসনকল্পে ১৩ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাতটি কলেজের একাডেমিক ও প্রশাসনিক সমস্যা চিহ্নিতকরণ ও চিহ্নিত সমস্যাসমূহ নিরসনকল্পে কমিটিকে আগামী ৬ সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করতে বলা হয়েছে।
১৩ সদস্য কমিটিতে আছেন- সভাপতি অতিরিক্ত সচিব (কলেজ অনুবিভাগ), সদস্য সচিব-উপসচিব (সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা), সদস্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের প্রতিনিধি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের প্রতিনিধি, যুগ্মসচিব (বিশ্ববিদ্যালয় অধিশাখা-২), ৭ কলেজের (অধ্যক্ষ) ঢাকা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, ইডেন মহিলা কলেজ, কবিনজরুল সরকারি কলেজ, সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজ।