এবার সাত কলেজের নিজ নিজ উদ্যোগে শিক্ষার্থীদের টিকা নিবন্ধনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে শিক্ষার্থীদের টিকা দেওয়ার লক্ষ্যে কলেজ ভিত্তিক শিক্ষার্থীদের টিকার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের নিমিত্তে সরকারের সংশ্লিষ্ট দফতরকে তালিকা প্রদানের জন্য কলেজভিত্তিক আবাসিক শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়ে অনার্স ও মাস্টার্সের বর্ষ ভিত্তিক শিক্ষার্থীর পূর্ণাঙ্গ তথ্য দিয়ে (নাম, পিতার নাম, মাতার নাম, ক্লাস রোল ও মোবাইল নম্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন নম্বর, এনআইডি বা বার্থ সার্টিফিকেট এর নিবন্ধন নাম্বার ইত্যাদি) টিকা নিবন্ধন কার্যক্রম সম্পূর্ণ করতে বলা হয়েছে।