বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : নাম আসিকুল বাসার সাদা ,বয়স ২২/২৪ / পিতা, খাইরুল বাসার বাবলু ,ঠিকানা খুলনা বয়রা বৈকালি ফকির বাড়ি,
থানা খালিশপুর, জী ,পি, ও, ৯০০০০, আশিকুল বাসার,সাদ ,চার বোনের একটি ভাই ,অনেক আদর ভালোবাসার একটি ভাই
তারিক,,৯/৪/২৫/
তারিকে সন্দা ৭ টায় বাসা থেকে বের হয় ,চা খাওয়ার কথা বলে চা খেতে বের হয় ১ ঘন্টা পার হয় সাদা বাসায় আসেনা তখন সাদের মা সাদকে খুজতে সুরু করে, যেহেতু সাদ কোথাও বের হয় না যাইনা কোথাও জদি বের হয় ২০ ,থেকে ৩০ মিনিটের ভেতর,চা খেয়ে বাসাই ফিরে আসে, সেদিন যখন,১, ঘন্টার বেশি হয় সাদ বাসায় আসেনা তখন খোজ সুরু করে সাদের পরিবার।
এদিকে বাবা মা বোনেরা পরিবারের সবাই খুজতে থাকে পরের দিন ১০ তারিক বূহসপতিবার সকাল ১০টার সময় ফেসবুকে মরা দেহ ছবি দেখে পরিবারের সবাই খুলনা মেডিকেল হাসপাতালে মর্গে বেওরিস মরা দেহ লাস তাদের ওয়ারিশকে খুজতে দেখে সাদের বাবা মা বোনেরা
খুলনা মেডিকেল হাসপাতালে যেয়ে সাদের মরা দেহ লাস পায়, তখন মেডিকেলে যেয়ে দেখে সংবাদিক এবং পুলিশ প্রশাসনের লোক তাদের সাথে জানায় সাদের মরা দেহ লাসটি তারা রুপসা কুদির বটতলা এলাকায় একটি মেন রোডে পরে আছে। এক ভ্যানচালক সাদকে পেয়ে নিয়ে আসে রাত /। ৯/৪/২৫/ রাত, ,১ ,টা ৩০,মিনিটে,
কে বা কারা সাদকে পরিকল্পিতভাবে হত্যা করেছে
সাদের বাবা মা বোনেরা মানুষিক অসুস্থ হয় সাদের বাবা মা কেমন যেন মানুষিক রুগি হয়ে যায়।
এই সাদ হত্যার বিচার দাবি করছে এই অপরাধিদের বিচার চান সাদের বাবা মা বোনেরা পরিবারের সবাই।