রংপুর -০৩ (সদর) আসনের ৭২ জন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে স্হানীয় সংসদ সদস্য, পল্লীবন্ধু এরশাদ – রওশন পুত্র ‘রাহ্গির আল মাহি সাদ এরশাদ’ এর ঐচ্ছিক তহবিল থেকে অনুদানের চেক প্রদান করা হয়েছে।
আজ ১৮ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চেক বিতরন অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্হিত থেকে রাহ্গির আল মাহি সাদ এরশাদ এমপির পক্ষে দুঃস্থ ও অসহায় ৭২ জনের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন।
এ- সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অনুদান পাওয়া ৭২ জনের পরিবারের সদস্যবৃন্দ।
চেক হাতে পেয়ে সাংসদ সাদ এরশাদকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান অনুদান পাওয়া দুঃস্হ ও অসহায় পরিবারের সদস্যরা।