বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : ৫৪ বছরের স্বাধীনতা অর্জনের গৌরব উজ্জ্বল ইতিহাস এবং প্রাপ্তি ও প্রত্যাশা নিয়ে বিশ্লেষণ করলেন। প্রবাসী বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধা গনের অনন্য অবদান এবং তাদের দাবি গুলো বাস্তবায়ন করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কে বিনীত অনুরোধ করেন।
সামরিক মুক্তি যুদ্বা পরিবারের সন্তান লেবার পার্টির সিএলপি মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেইন। স্বচক্ষে তিনি স্বাধীনতা সংগ্রাম দেখেছেন। ৬/৭ বছরের বালক হয়ে এবং প্রাইমারি স্কুলের ছাত্র হয়ে সেই ভয়ংকর দিনে মিছিল মিটিং সভা সমাবেশে স্বক্রীয় ভূমিকা পালন করেন তিনি। যার পরিবারের দুই জন চাচা East Pakistan EPR বাহিনীর হাবিলদার হিসেবে দিনাজপুর ও কুমিল্লা থেকে বিদ্রোহী সামরিক মুক্তি যুদ্বা হিসেবে যুদ্ধ করেন। যার পিতা ছিলেন পূর্ব পাকিস্তান পুলিশ বাহিনীর সদস্য। পুলিশ বাহিনী থেকে অবসর গ্রহণ করে তিনি ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এমতাবস্থায় শুরু হয় স্বাধীনতা সংগ্রাম। তখন তিনি দেশের জনগণ এলাকার জনগণকে পাক হানাদার বাহিনীর জুলুম নির্যাতন থেকে রক্ষা করতে অগ্রণী ভূমিকা পালন করেন। স্বাধীন হওয়ার পরে যাকে দেশের সূর্য সন্তান হিসেবে সম্বর্ধনা প্রদান করা হয় এবং সম্মাননা স্বারক উপহার দেওয়া হয়।