বঙ্গনিউজবিডি ডেস্ক : রাজধানীর সায়েদাবাদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কবীর হোসেন (৩৮) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে গুরুতর দগ্ধ একে একে পাঁচজনের মৃত্যু হলো।
বুধবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় কবীর হোসেনের মৃত্যু হয়।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, তার শরীরের ৮৫ শতাংশ দগ্ধ ছিল।
এর আগে ১৩ নভেম্বর বিকেল ৫টার দিকে সায়েদাবাদের জনপদ মোড়ে একটি গ্যাস সিলিন্ডারের দোকানে সিলিন্ডার রং করার সময় হঠাৎ বিস্ফোরণ হয়।